এক অর্ডারে ৩০০০ টাকার অধিক অর্ডার করলেই ডেলিভারী চার্জ সম্পূর্ণ ফ্রী !!! X
Seller Select

❗অনলাইন প্রতারকদের ফাঁদে নয়, সচেতনতার শক্তিতে রুখে দিন❗

By Amar Deal 65 Views Apr 26, 2025
❗অনলাইন প্রতারকদের ফাঁদে নয়, সচেতনতার শক্তিতে রুখে দিন❗

বর্তমানে অনলাইনে পণ্য কেনার নামে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত।


এইসব প্রতারণার নেপথ্যে থাকে একাধিক সংঘবদ্ধ চক্র, যারা ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করে।


সম্প্রতি পুলিশের এন্টি টেররিজম ইউনিট (ATU) সফল অভিযানে গ্রেপ্তার করেছে এই চক্রের মূলহোতাসহ দুই সক্রিয় সদস্যকে:

👤 মো. সামিউল ইসলাম (৩১)

👤 মো. রুবেল আহম্মেদ শেখ (২৮)


এদের কৌশল কী ছিল জানেন?

“অগ্রিম কিছু টাকা দিন, পণ্য হাতে পেয়েই পরিশোধ করুন বাকি টাকা” -এই ধোঁকাবাজি কথার ফাঁদে পড়ে অনেকেই হারিয়েছেন কষ্টার্জিত অর্থ।

কিন্তু একবার টাকা গেলে, পণ্য আর আসে না -প্রতারক পালিয়ে যায়!


সোশ্যাল মিডিয়ায় ফেসবুক কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ:


✅ ভুয়া বিজ্ঞাপন যাচাই ছাড়া অনুমোদন নয়

✅ প্রতারণামূলক পেজ ও অ্যাকাউন্ট বন্ধে কড়াকড়ি

✅ রিপোর্ট ও ব্লক সিস্টেম আরও কার্যকর করা

✅ ব্যবহারকারীদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা


আপনার, আমার অংশগ্রহণেই গড়ে উঠবে নিরাপদ ইন্টারনেট সমাজ। আমাদের যা করণীয় :


✔️ ভুয়া বা সন্দেহজনক বিজ্ঞাপন স্ক্রিনশটসহ রিপোর্ট করা।

✔️ কমেন্টে বা শেয়ার করে অন্যদের সতর্ক করা।

✔️ আপনার অভিজ্ঞতা লিখে পোস্ট করুন -জেনে সচেতন হোক আরও ১০ জন।

✔️ এই পোস্টটি শেয়ার করে প্রতারণার বিরুদ্ধে দাঁড়ান।


সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়ানো মানেই প্রতারকদের বিরুদ্ধে প্রথম বিজয়!


আমরা সচেতন হলে, তারা অচল হয়ে পড়ে!


#প্রতারকদের_না_বলুন

#নিরাপদ_অনলাইন

#ভুয়া_বিজ্ঞাপনের_বিরুদ্ধে

#জনগণের_জাগরণই_প্রতিরোধ

Share Now

Download App

Download Amar Deal Blog App